স্বাস্থ্যকর্মীদের নেইমারের ধন্যবাদ

সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকার পরও করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 10:40 AM
Updated : 20 March 2020, 10:40 AM

বিশ্বব্যাপী কভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে পিএসজির এই ফরোয়ার্ডসহ বিশ্বের অধিকাংশ মানুষকে বাড়ি থেকে বের না হতে উৎসাহ দেওয়া হচ্ছে।

তবে অনেক পেশার মানুষদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন; যেমন চিকিৎসকসহ সব ধরনের স্বাস্থ্যকর্মী। করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়তে হচ্ছে তাদের। এজন্য এই পেশার মানুষদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাততালি দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন নেইমার।

 

ক্যাপশনে লিখেছেন, “সকল স্বাস্থ্যকর্মীদের জন্য হাততালি। জীবন নিয়ে ঝুঁকি নেওয়ায় আপনাদের ধন্যবাদ।”

সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে সকলকে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় আড়াই লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এই রোগে, মারা গেছে ১০ হাজারের বেশি।