করোনাভাইরাস: আলাভেসের ১৫ জন আক্রান্ত

দেপোর্তিভো আলাভেসের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মচারীসহ মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের কারোর মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছে স্পেনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 04:23 PM
Updated : 18 March 2020, 04:23 PM

এক বিবৃতিতে বুধবার আলাভেস করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে। গত শনিবার তাদের দুই জন কোচিং স্টাফ পজিটিভ হওয়ার পর এলো নতুন এই খবর।

“১৫ জন পজিটিভ হয়েছে, এর মধ্যে তিন জন দেপোর্তিভো আলাভেসের মূল স্কোয়াডের এবং সাত জন কোচিং স্টাফের সদস্য।”

“কিরোবেত বাসকোনিয়া (ক্লাবটির বাস্কেটবল দল) স্কোয়াডের কারো পজিটিভ আসেনি। আক্রান্তদের মধ্যে পাঁচ জন ক্লাব কর্মীও আছে। যারা পজিটিভ হয়েছে তাদের মধ্যে কোনো উপসর্গ নেই এবং তারা ভালো আছে।”

ইউরোপে ইতালির পর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে স্পেন। বুধবার দুপুর পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার। মারা গেছে ৫৫৮ জন।