করোনাভাইরাস: স্থগিত হয়ে গেল এএফসি কাপ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এএফসি কাপের সব আঞ্চলিক ম্যাচগুলো স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 11:36 AM
Updated : 18 March 2020, 11:43 AM

এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বুধবার এক বিবৃতিতে এএফসি কাপের ম্যাচগুলো স্থগিত করার কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, মহামারী কভিড-১৯ করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ আরও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় এবং ভ্রমণে বিধিনিষেধ আরোপ করায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এএফসি কাপের সব ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফসি কাপ পুনরায় শুরুর আগে করোনাভাইরাসের পরিস্থিতি এএফসি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও বিবৃতিতে বলা হয়।

এএফসির আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রতিযোগিতাটির পশ্চিম এশিয়ার ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল। সংস্থাটির এই সিদ্ধান্তের ফলে মার্চ ও এপ্রিলে এশিয়ার চারটি অঞ্চলের খেলা স্থগিত হয়ে গেল।

২০২০ এএফসি কাপে মূল পর্বে খেলছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গত ১১ মার্চ মালদ্বীপের দল টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল অস্কার ব্রুজনের দল।

আগের সূচি অনুযায়ী বসুন্ধরা কিংসের পরবর্তী ম্যাচ ছিল মালদ্বীপের আরেক দল মাজিয়া এফসির বিপক্ষে। আগামী ১৪ এপ্রিল ম্যাচটি মালদ্বীপে হওয়ার কথা ছিল।

এএফসি কাপ এই মহাদেশের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা। জর্ডান, লেবানন, সিঙ্গাপুর, বাংলাদেশ, তাজিকিস্তান, ভারত, মালদ্বীপের মতো দেশগুলোর ক্লাবগুলো এ প্রতিযোগিতায় অংশ নেয়।