করোনাভাইরাস: আক্রান্ত বিশ্বকাপজয়ী মাতুইদি

ইউভেন্তুসের মিডফিল্ডার ব্লেইস মাতুইদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় তার কভিড-১৯ পজিটিভ ধরা পড়ার কথা মঙ্গলবার জানায় ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 07:36 PM
Updated : 17 March 2020, 07:40 PM

গত ১১ মার্চ থেকে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার অন্যদের থেকে আলাদা আছেন। তার শারীরিক অবস্থা ভালো এবং কোনো উপসর্গও দেখা যাচ্ছে না বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সেরি আর ক্লাবটির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মাতুইদির শরীরে করোনাভাইরাস ধরা পড়ল। গত সপ্তাহে সেন্টার-ব্যাক দানিয়েলে রুগানির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল। এরপর থেকে দলটির সবাই কোয়ারেন্টিনে আছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপে সবচেয়ে বাজে অবস্থায় পড়েছে ইতালি। আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে সব ধরনের খেলাধুলা স্থগিত করা হয়েছে।