করোনাভাইরাসে তরুণ স্প্যানিশ কোচের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ বছর বয়সে মারা গেছেন স্প্যানিশ ফুটবল কোচ ফ্রানসিস্কো গার্সিয়া। স্পেনের মালাগা ভিত্তিক ক্লাব আতলেতিকো পোর্তাদা আলতার জুনিয়র দলের হয়ে ২০১৬ সাল থেকে কাজ করছিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 04:57 PM
Updated : 17 March 2020, 02:40 PM

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়ার পর জানতে পারেন লিউকেমিয়া রোগেও আক্রান্ত ছিলেন গার্সিয়া। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি পেপ বুয়েনো।

“ফ্রানসিস্কো ছিল দারুণ ছেলে এবং খুবই প্রতিভাবান কোচ। আমরা এখনও স্তম্ভিত। রোববার রাত ৭টার দিকে হাসপাতাল থেকে ফোন করে আমাকে বলা হয়, তার অবস্থা স্থিতিশীল। কিন্তু এর এক ঘণ্টা পরই…।”

“করোনাভাইরাস তার একটি খারাপ অসুস্থতার সাথে মিলে গিয়েছিল। আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না।”

ইউরোপে ইতালির পর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৪৪ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জনে।