চিজোবার হ্যাটট্রিকে জয়ে ফিরল আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2020 09:03 PM BdST Updated: 15 Mar 2020 09:14 PM BdST
দুই অর্ধেই জোড়া গোলের আলো ছড়ালেন সানডে চিজোবা। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের নৈপুণ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আবাহনী।
Related Stories
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ৪-১ গোলে জিতেছে আবাহনী। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে ফিরেছে মারিও লেমোসের দল।
অষ্টাদশ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে আসা আবাহনী। বাঁ দিক থেকে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে হেড করে জাল খুঁজে নেন চিজোবা।
৩০তম মিনিটে সাদউদ্দিনের লং পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে ব্যবধান দ্বিগুণ করেন চিজোবা। দ্বিতীয়ার্ধের শুরুতে থ্রো ইনে এক ডিফেন্ডার হেড করার পর হেডেই হ্যাটট্রিক পূরণ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ম্যাচে চালকের আসনে বসে যায় আবাহনী।
৬৩তম মিনিটে ব্যবধান কমায় লিগে জয়হীন থাকা মুক্তিযোদ্ধা সংসদ। সুমন আলির ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্ক সিলভা সান্তোস।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে নাবীব নেওয়াজ জীবনের বাড়ানো বল চিজোবা জালে জড়ালে আবাহনীর দাপুটে জয় ও মুক্তিযোদ্ধা সংসদের চতুর্থ হার নিশ্চিত হয়ে যায়।
দিনের প্রথম ম্যাচে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংসকে ৪-৩ গোলে হারানো চট্টগ্রাম আবাহনী ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে। টানা দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বসুন্ধরা কিংসের পয়েন্ট ১০।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়