বঙ্গবন্ধু স্কুল হকিতে রংপুর কেরামতিয়া সেরা

ঢাকার আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের কেরামতিয়া হাই স্কুল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 01:38 PM
Updated : 15 March 2020, 01:38 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার ফাইনালে মোহাম্মদ বিশাল ও রেজাউল ইসলামের গোলে ২-০ ব্যবধানে জিতে কেরামতিয়া হাই স্কুল। তৃতীয় মিনিটে বিশাল ফিল্ড গোলে দলকে এগিয়ে নেওয়ার পর রেজাউল ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ আরমানিটোলার গোলরক্ষক সুরাজ দাস। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলের খেলোয়াড় জাহিদ হোসেন (৮ গোল) ও সেরা গোলরক্ষক হয়েছেন কেরামতিয়া হাই স্কুলের গোলরক্ষক মুহতাসিন মাহমুদ।

ফাইনাল শেষে প্রধান অতিথী হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।