মোহামেডানের দাপুটে জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2020 08:52 PM BdST Updated: 14 Mar 2020 11:30 PM BdST
চলতি প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো ম্যাচে চার গোল পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তর বারিধারাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ৪-১ গোলে জেতা মোহামেডানের অর্জন ছয় ম্যাচে ১২ পয়েন্ট। চতুর্থ হারের স্বাদ পাওয়া উত্তর বারিধারার পয়েন্ট ১, এক ম্যাচ কম খেলেছে তারা।
তৃতীয় মিনিটে সুযোগ নষ্টের পর ২৪তম মিনিটে উত্তর বারিধারাকে আবারও হতাশ করেন লিওনার্দো ভিয়েরা লিমা। আরিফ হোসেনের আড়াআড়ি পাস পেয়ে গোলমুখে অরক্ষিত থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাইরে মারেন।
প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩১তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক ডি-বক্সের জটলার ভেতর থেকে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন সুমন রেজা।

৭১তম মিনিটে ফের এগিয়ে যায় আগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানো মোহামেডান। বাইলাইন থেকে সুলেমানে দিয়াবাতের ক্রসে হেডে জাল খুঁজে নেন আমির হাকিম বাপ্পী।
চার মিনিট পর সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ান মালির ফরোয়ার্ড দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দিয়াবাতের পাস ধরে গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ছিটকে দেওয়ার পর গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জয় নিশ্চিত করেন ওবি মোনেকে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়