বিশ্বকাপ বাছাই স্থগিত হওয়ায় চলবে লিগ

কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ২৬ মার্চে থাকায় আগের সূচি অনুযায়ী ১৫ মার্চের পর ছিল প্রিমিয়ার লিগের বিরতি। লিগ ফেরার কথা ছিল ৫ এপ্রিল। করোনাভাইরাস আতঙ্কে বাছাইয়ের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় মাঝের সময়েও লিগের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2020, 01:24 PM
Updated : 14 March 2020, 01:24 PM

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে একের পর টুর্নামেন্ট স্থগিত হয়ে যাচ্ছে। আতঙ্ক বিরাজ করছে এ দেশের মানুষের মধ্যেও। কদিন ধরে শোনা যাচ্ছিল স্থগিত হয়ে যেতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। সাত ভেন্যুর বদলে এক ভেন্যুতে খেলা হতে পারে বলেও গুঞ্জন উঠেছিল।

তবে শনিবার ডাকা জরুরি সভা শেষে পেশাদার লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী জানালেন, লিগ স্থগিত নয়, বাছাইয়ের ম্যাচ স্থগিত হওয়ার সময়টা কাজে লাগানোর কথা। নতুন সূচিতে আগামী ১৯ মার্চ থেকে খেলা চলবে।

“জাতীয় দলের যে আবাসিক ক্যাম্প হওয়ার কথা ছিল ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য, সেটি স্থগিত থাকায় ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে রিভাইজড ফিক্সার করেছি। যেন এই সময়ে খেলা চালিয়ে যেতে পারি। ক্লাবগুলো একমত হয়েছে।”

“এছাড়া সভাপতির নির্দেশ আছে খেলা চালিয়ে নেওয়ার জন্য। সেগুলো নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সাত ভেন্যুতে যেভাবে খেলা চলছে, ঠিক একইভাবে খেলা চলবে।”