পুলিশ এফসিকে হারাল রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2020 08:55 PM BdST Updated: 13 Mar 2020 08:55 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনও চমক দেখাতে পারেনি পুলিশ এফসি। নবাগত দলটিকে আরেকটি হারের স্বাদ দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২-০ গোলে জেতে রহমতগঞ্জ। টানা দ্বিতীয় জয় পাওয়া দলটির ছয় ম্যাচে পয়েন্ট ৭। পাঁচ ম্যাচে পুলিশ এফসির পয়েন্ট ৫।
আগের ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়ে লিগে প্রথম জয়ের স্বাদ পাওয়া রহমতগঞ্জ এগিয়ে যায় ৪৪তম মিনিটে। সানোয়ার হোসেনের ডিফেন্স চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে অরক্ষিত আকোবির তুরায়েব সহজেই জাল খুঁজে নেন।
৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণের ভালো একটি সুযোগ নষ্ট হয় বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা রহমতগঞ্জের। উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
চার মিনিট পর নাইমুর রহমানের ক্রসে রিভেইরা সিডনির হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি আগের ম্যাচের ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ড্র করা পুলিশ এফসির। ৮৫তম মিনিটে তাদের আন্তোনিও লাসকভের দূরপাল্লার ফ্রি কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জয় নিশ্চিত হয়ে যায় রহমতগঞ্জের। শাহেদ বল হারানোর পর ক্যাসট্যান ইগউইর শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সানোয়ার হোসেন।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়