করোনাভাইরাস: এটিপি ট্যুর ৬ সপ্তাহের জন্য স্থগিত

এটিপি ট্যুর ও এটিপি চ্যালেঞ্জ ট্যুরের সব টুর্নামেন্ট ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 03:48 PM
Updated : 12 March 2020, 03:53 PM

ফেড কাপ ফাইনালস, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন স্থগিত হয়ে যাওয়ার পর এই ঘোষণা এলো। ২৭ এপ্রিল পর্যন্ত এটিপির সব টুর্নামেন্ট স্থগিত থাকবে।

এটিপি চেয়ারম্যান আন্দ্রেয়া গাউদেনজির মতে, তাদের এই সিদ্ধান্ত টুর্নামেন্ট, খেলোয়াড় ও বিশ্বজুড়ে ভক্তদের জন্য ক্ষতির। তবে খেলোয়াড়, স্টাফ ও টেনিস কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল বলেও মনে করেন তিনি। 

ডব্লিউটিএ নিয়ে অবশ্য এখনও কোনো ঘোষণা আসেনি। তবে এপ্রিলের শেষের আগে টেনিসের মেয়েদের কোনো ট্যুর হবে না বলে ধারণা করা হচ্ছে।