সাইফ-আরামবাগ ড্র

দুই দলের সামনে সুযোগ ছিল আগের ম্যাচে হারের হতাশা কাটিয়ে জয়ে ফেরার। পূরণ হয়নি কারোর চাওয়া। ড্র হয়েছে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 02:50 PM
Updated : 12 March 2020, 02:50 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট সাইফ স্পোর্টিংয়ের। পাঁচ ম্যাচে আরামবাগের পয়েন্ট ৫।

আগের ম্যাচে চলতি লিগে প্রথম হারের স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিং এগিয়ে যায় ২৮তম মিনিটে। অধিনায়ক জামাল ভূইয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন ইয়াসিন আরাফাত।

৬২তম মিনিটে মোস্তফার কাহরাবার ক্রস থেকে দিদারুল হকের হেড সতীর্থ ফরোয়ার্ড এলিটা কিংসলের পা ছুঁইয়ে জালে জড়ালে সমতায় ফেরে আরামবাগ।

নিজেদের আগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরেছিল দুটি দলই।

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। পাঁচ ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট ২০১৫ সালের লিগ চ্যাম্পিয়নদের।