সিটি ম্যাচের আগে নতুন দুশ্চিন্তায় রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোর ভাগ্য নির্ধারণী ম্যাচের আগে নতুন শঙ্কার কথা জানালো রিয়াল মাদ্রিদ। চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত তাদের প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও লেফট ব্যাক মার্সেলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2020, 09:11 AM
Updated : 11 March 2020, 09:31 AM

আগামী ১৭ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগের ম্যাচটি। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল।

কোর্তোয়ার বাম পায়ের সংযোজক পেশিতে ও মার্সেলোর বাম পায়ের মাংশপেশিতে চোট ধরা পড়েছে বলে মঙ্গলবার বিবৃতিতে জানায় মাদ্রিদের দলটি। কবে নাগাদ তারা সুস্থ হয়ে উঠবেন তা জানানো হয়নি।

প্রথম লেগের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখায় রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে পাবে না অধিনায়ক সের্হিও রামোসকে।

এছাড়া চোটের কারণে জিনেদিন জিদানের দলের বাইরে আছেন এদেন আজার ও মার্কো আসেনসিও।

গত আসরে একই পর্বে আয়াক্সের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল।