বিবৃতিতে বার্সেলোনা জানায়, পাদপ্রদীপের আলো থেকে দূরে কম চাহিদার ও কম চাপের লিগে খেলতে চান মেসি।
সপ্তাহ দুয়েক আগে এমিরেটস স্টেডিয়ামে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছিল আর্সেনাল। ওই সময় আর্সেনালের কয়েকজন খেলোয়াড় অলিম্পিয়াকোসের মালিক ইভাঞ্জেলস মেরিনাকিসের ‘খুব কাছাকাছি’ এসেছিলেন।
সেই মেরিনাকিস করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তা তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আর্সেনাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানায়, তাদের খেলোয়াড়দের করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা ‘অত্যন্ত ক্ষীণ’। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
যে খেলোয়াড়রা মেরিনাকিসের কাছাকাছি এসেছিলেন, সরকারি নির্দেশনা মেনে ওই দিন থেকে হিসেবে করে তাদের ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হয়েছে বলেও জানায় লন্ডনের ক্লাবটি।