৭৫ বছর বয়সে পেশাদার ফুটবল, অভিষেকে গোল

৩০ পার হলেই গায়ে লেগে যায় বয়সী খেলোয়াড়ের তকমা। ৩৫ পার হলে রীতিমত ‘বুড়ো’। সেখানে মিশরের এজেদিন বাহাদের খেলতে শুরু করলেন ৭৫ বছর বয়সে! শুধু পুরো ম্যাচই খেলেননি, একটি গোল করে রাঙিয়েছেন অভিষেকের উপলক্ষ্যও। আরেকটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থাকলেই প্রবীণতম পেশাদার ফুটবলারের রেকর্ড গড়বেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 12:57 PM
Updated : 10 March 2020, 12:57 PM

হালকা হাঁটুর চোট নিয়েও তৃতীয় বিভাগের দল অক্টোবর ৬ এর হয়ে খেলেছেন পুরো ৯০ মিনিট। জিনিয়াসের বিপক্ষে দলের ১-১ ড্রয়ে পেনাল্টি থেকে গোলটি করেন স্ট্রাইকার বাহাদের।

চার সন্তানের বাবা তিনি, নাতি-পুতি আছে ছয়জন। বিশ্বের প্রবীনতম পেশাদার ফুটবলার হতে কমপক্ষে দুটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে হয়। একটি ম্যাচ খেলে ফেলেছেন, আরেকটি হলেই রেকর্ড হয়ে যাবে তার।

চলতি মাসের শেষ দিকে হতে যাওয়া সেই ম্যাচে সুযোগ পেলে সেখানে উপস্থিত থাকবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি।

বিশ্বের প্রবীনতম পেশাদার ফুটবলার হিসেবে বর্তমান এই রেকর্ডের অধিকারী ইসরাইলের আইসাক হায়িক। গত এপ্রিলে ৭৩ বছর বয়সে গোলরক্ষক হিসেবে খেলে রেকর্ড গড়েন তিনি।