১৪ বছর বয়সী দর্শকের ফোন ভাঙার ঘটনায় পুলিশের কাছে হাজিরা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা।
রোববার এই দুর্ঘটনা ঘটে বলে ইএসপিএনকে জানান ক্লাবটির চেয়ারম্যান আইসাক দানলাদি।
“খেলার সময় সে মাঠে লুটিয়ে পড়ে। তখনই তাকে দালহাতু আরাফ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে মারা যায়।”
“নাইজেরিয়ান ফুটবলের জন্য এটি একটি দুঃখের দিন এবং আমরা শোকাহত।”