‘মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ খেলা’র দায় জিদানের

‘মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ’ খেলে লা লিগায় শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের মাঠে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিলেন কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 09:32 AM
Updated : 9 March 2020, 09:35 AM

প্রতিপক্ষের মাঠে রোববার ২-১ গোলে হারে মাদ্রিদের দলটি। পিছিয়ে পড়া দলকে পেনাল্টি গোলে সমতায় ফেরান করিম বেনজেমা। শেষ দিকে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেয়োর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস। স্বাগতিকরা অসংখ্য সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান হতে পারত আরও বড়!

এল ক্লাসিকোয় দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে ২-০ ব্যবধানে জয় পাওয়া রিয়ালকে এদিন খুঁজেই পাওয়া যায়নি। এজন্য নিজেকেই দুষছেন জিদান।

“সবকিছুর জন্য আমি নিজেকে দোষ দেই। আমিই দায়ী।”

 “কী ঘটেছে তা আমি ব্যাখ্যা করব না, তবে এটা হলো মৌসুমে আমাদের সবচেয়ে বাজে ম্যাচ।”

এই হারে শিরোপা দৌড়ে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে পড়েছে সবশেষ ২০১৭ সালে লিগ শিরোপা জেতা দলটি। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তাদের পরে রয়েছে রিয়াল।

দল বাজে খেললেও শিষ্যদের আগলে রাখছেন ফরাসি কোচ। বললেন, ঘাটতি সম্পর্কে তাদের সচেতন করা হবে।

 “আমি আমার খেলোয়াড়দের রক্ষা করব, যদি আমার কিছু বলার থাকে তাহলে তাদের বলব।”

 “আমরা অসংখ্যবার বল হারিয়েছি, যেটা আমাদের ক্ষেত্রে কখনও ঘটে না, আমাদের সমস্যা ছিল এটাই।”