ম্যানচেস্টার ডার্বিতে আবারও ইউনাইটেডের জয়
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2020 12:36 AM BdST Updated: 09 Mar 2020 01:08 AM BdST
দারুণ এক গোল করলেন অঁতনি মার্সিয়াল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করলেন বদলি নামা স্কট ম্যাকটমিনে। ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে আবারও হারাল ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জেতে উলে গুনার সুলশারের দল। গত ডিসেম্বর প্রথম পর্বের ম্যাচে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়াম থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল ইউনাইটেড।
২৯ রাউন্ড শেষে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গুয়ার্দিওলার দল। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৮২।
দশম মিনিটে রাহিম স্টার্লিংয়ের নিচু শট ফেরান ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দি হেয়া। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে আর কোনো শট ছিল না দলটির।
ষোড়শ মিনিটে দেনিয়েল জেমসের শট জাল খুঁজে পায়নি। এরপর মার্সিয়ালের দুটি প্রচেষ্টা ব্যর্থ হলে গোলের অপেক্ষা বাড়ে ইউনাইটেডেরও।
বুদ্ধিদ্বীপ্ত প্রচেষ্টায় ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় তারা। ব্রুনো ফের্নান্দেস চিপ করার পর আগুয়েরোদের চমকে দিয়ে এক ছুটে বলের নিয়ন্ত্রণ নিয়ে ভলিতে জাল খুঁজে নেন মার্সিয়াল। খুব কাছ দিয়ে যাওয়া বল আটকাতে পারেননি এদেরসন।
দ্বিতীয়ার্ধের শুরুতে আগুয়েরো জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। ভিএআর দেখলেও আগের সিদ্ধান্ত বদলায়নি।
৪৯তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। সতীর্থের ব্যকপাস বিপদমুক্ত করতে একটু সময় নেন এদেরসন। মার্সিয়াল ছুঁটে এসে প্রায় বলের নাগল পেয়েই গিয়েছিলেন।
সাত মিনিট পর ইলকাই গিনদোয়ানের ছোট পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের নেওয়া শট দি হেয়া ফিস্ট করে ফেরালে সিটির গোলের অপেক্ষা আরও বাড়ে।
৭২তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জেমসের কাছের পোস্টে নেওয়া শট আটকান এদেরসন।
চার মিনিট পর রিয়াদ মাহরেজের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে লক্ষ্যভেদে ব্যর্থ স্টার্লিং। পরে দুরূহ কোণ থেকে গাব্রিয়েল জেসুসের শট ফেরান দি হেয়া।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আগুয়ান এদেরসনের মাথার ওপর দিয়ে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন স্কট ম্যাকটমিনে। জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের।
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব