শেখ জামালের টানা তৃতীয় জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2020 05:43 PM BdST Updated: 07 Mar 2020 05:43 PM BdST
-
ফাইল ছবি
দুটি গোছালো আক্রমণ থেকে গোল তুলে নিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেষ দিকে গোল পেলেও হার এড়াতে পারেনি সাইফ স্পোর্টিং। তাদের হারিয়ে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে জেতা শেখ জামালের চার ম্যাচের পয়েন্ট ৯। লিগে প্রথম হারের স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিংয়ের পাঁচ ম্যাচের পয়েন্ট ১০।
নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় চতুর্দশ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। ফয়সাল আহমেদের বাড়ানো বল বালো ফামুসা ফ্লিক করার পর পেয়ে যান ওমর জোবে। নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে নেয় লিগের গত দুই ম্যাচ জিতে উজ্জীবিত থাকা শেখ জামাল। জাহিদ হোসেনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে জোবে আড়াআড়ি ক্রস বাড়ান; গোলমুখ থেকে টোকায় লক্ষ্যভেদ করেন ফামুসা।
৮০তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম সাইফ স্পোর্টিংকে ব্যবধান কমানো গোল এনে দেন। কিন্তু হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।
দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়