বসুন্ধরাকে প্রথম হারের স্বাদ দিল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2020 05:39 PM BdST Updated: 07 Mar 2020 06:31 PM BdST
-
-
ফাইল ছবি
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে হেরে আসা মোহামেডান নিজেদের মেলে ধরল আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে প্রথম হারের স্বাদও দিল ঐতিহ্যবাহী দলটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারায় মোহামেডান। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট তাদের। বসুন্ধরার পয়েন্ট ১০।
ত্রয়োদশ মিনিটে প্রথম আক্রমণটি শানালেও প্রথমার্ধে বসুন্ধরাকে খুঁজে পাওয়া যায়নি চেনা চেহারায়। দেনিয়েল কলিন্দ্রেস সোলেরার ক্রসে তৌহিদুল আলম সবুজ পা ছোঁয়াতে পারেননি।
লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া মোহামেডান এগিয়ে যায় ২৪তম মিনিটে। রাকিব খানের বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ওবি মোনেকে।
৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণের ভালো সুযোগ পেয়েছিল মোহামেডান। সুলেমানে দিয়াবাতের ক্রসে গোলমুখ থেকে হেড নিতে পারেননি ইউসুফ সিফাত। বল বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।
মাঠের মাঝে থাকা ক্রিকেটের পিচ তোলা হয়েছিল কদিন আগে। মাঝমাঠ ছিল অসমান। খেলার জন্য অনুপোযোগী মাঠে বসুন্ধরা দ্বিতীয়ার্ধেও পারেনি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে।
৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণের আরেকটি সুযোগ এসেছিল মোহামেডানের সামনে। কিন্তু দিয়াবাতের ক্রসে সিফাত লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ নষ্ট করেন। তবে শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডানই।
সর্বাধিক পঠিত
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন