বার্সেলোনার দুশ্চিন্তা বাড়ালেন আর্থার

মাঠের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বার্সেলোনার। এরই মাঝে চোট পাওয়া খেলোয়াড়ের তালিকা আরও লম্বা করে ছিটকে গেলেন মিডফিল্ডার আর্থার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2020, 02:28 AM
Updated : 7 March 2020, 09:08 AM

ব্রাজিলিয়ান এই তরুণের গোড়ালির গাঁটে চোট পাওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করে লা লিগা চ্যাম্পিয়ন দলটি। তবে কবে নাগাদ তিনি ফিরবেন তা জানানো হয়নি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আর্থারকে।

আগামী ১৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে নাপোলির বিপক্ষে তাই তাকে দলে নাও পেতে পারেন কোচ কিকে সেতিয়েন। প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

চোটের জন্য ইতোমধ্যে দলের বাইরে রয়েছেন লুইস সুয়ারেস, উসমান দেম্বেলে ও সের্হিও রবের্তো।

লা লিগায় শনিবার ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

ওদিকে মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য আর্থারকে নিয়ে দল ঘোষণা করেছে ব্রাজিল।