আতলেতিকো ম্যাচে আলিসনকে পাচ্ছে না লিভারপুল

হুট করে দুঃসময়ে পড়ে যাওয়া লিভারপুল আরও একটি ধাক্কা খেল। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে প্রথম পছন্দের গোলরক্ষক আলিসনকে পাচ্ছে না তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 07:09 PM
Updated : 6 March 2020, 07:09 PM

অনুশীলনের সময়ে নিতম্বের চোটে পড়েছেন আলিসন। এজন্য শনিবার প্রিমিয়ার লিগে এফসি বোর্নমাউথের বিপক্ষেও খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই গোলরক্ষক।

আগামী বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে আতলেতিকোর বিপক্ষে ম্যাচেও আলিসনকে পাওয়ার কোনো আশা দেখছেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

“আগামীকাল তাকে পাওয়া যাবে না। পরের সপ্তাহেও পাওয়া যাবে না।”

একই কারণে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও খেলতে পারবেন না এই ২৭ বছর বয়সী আলিসন।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেছে লিভারপুল। এফএ কাপের পঞ্চম রাউন্ডে গত মঙ্গলবার চেলসির মাঠে ২-০ গোলে হারে তারা।

এর তিন দিন আগে নিচের সারির দল ওয়াটফোর্ডের বিপক্ষে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে থামে অজেয় যাত্রা। এরও আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে গতবারের চ্যাম্পিয়নরা।