আজারের সফল অস্ত্রোপচার সম্পন্ন

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এদেন আজারের গোড়ালিতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 11:50 AM
Updated : 6 March 2020, 11:50 AM

যুক্তরাষ্ট্রের ডলাসে বৃহস্পতিবার বেলজিয়ান তারকার অস্ত্রোপচার হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন এ সম্পর্কে কিছু জানানো হয়নি।

রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম আজারের অস্ত্রোপচার তদারকি করেছে এবং পুর্নবাসন প্রক্রিয়া শুরুর আগ পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

২৯ বছর বয়সী আজারের পুরোপুরি সেরে উঠতে দুই থেকে তিন মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

গত নভেম্বরে ডান পায়ের গোড়ালির গাঁটে চোট পান আজার। প্রায় তিন মাস পর মাঠে ফেরার দ্বিতীয় ম্যাচে গত ২৩ ফেব্রুয়ারি লেভান্তের বিপক্ষে ম্যাচে আবারও একই চোট পেয়ে ছিটকে যান।

চোটের কারণে মৌসুমের প্রথম ভাগেও দলের বাইরে ছিলেন গত জুনে চেলসি থেকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বের্নাবেউয়ে যোগ দেওয়া আজার।