ক্লাব ও খেলোয়াড়দের কাছে বার্সেলোনা কোচের ক্ষমাপ্রার্থনা

দল নেই চেনা ছন্দে। এরই মাঝে নেতিবাচক ঘটনার জন্য শিরোনাম হয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ক্লাসিকো ম্যাচে সহকারীর অশালীন আচরণের জন্য খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়েছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 10:52 AM
Updated : 6 March 2020, 12:09 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলে হারা ম্যাচের ঘটনা। নিজ দলের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান একটি সুযোগ হাতছাড়া করলে একাধিকবার অশালীন ভাষা ব্যবহার করেন সহকারী কোচ এদের সারাবিয়া।

ব্যাপারটা জনসম্মুখে আনে স্পেনের একটি টেলিভিশন। তারা লিপ-রিডার ব্যবহার করে সারাবিয়ার বাজে মন্তব্যের বিষয়টি প্রচার করে।

সহকারীকে ডাগআউটে এ ধরণের আচরণ এড়িয়ে চলতে বলেছেন সেতিয়েন। বৃহস্পতিবার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সবার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি জানান কোচ।

“আমরা সবার কাছে ক্ষমা চেয়েছি। আমরা এমন আচরণ করতে পারি না।”  

“আমরা এ জাতীয় ঘটনা দেখতে পছন্দ করি না; আমরা একটি ভুল করেছি এবং এমন ঘটনা এড়ানোর চেষ্টা করা উচিত।”

“এই ধরনের পরিস্থিতি আমার ওপর অনেক প্রভাব ফেলে। কারণ আমি ক্লাবের ভাবমুর্তির ব্যাপারে সচেতন। ক্লাবের ভাবমুর্তির প্রতি আমাদের যত্নবান হওয়া প্রয়োজন। কেননা, খেলোয়াড় বদল, পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আমরা সমালোচিত হতে পারি কিন্তু আচরণের জন্য নয়।”

২০১৫ সাল থেকে সেতিয়েনের সহকারী হিসেবে আছেন ৩৯ বছর বয়সী সারাবিয়া।