করোনাভাইরাস: চার ডেনিশ খেলোয়াড় কোয়ারেন্টিনে

টমাস কায়েনবাগের করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার পর ডেনমার্কের দল ফেয়ানবির সহকারী কোচসহ ১৩ জনকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 10:52 AM
Updated : 6 March 2020, 10:52 AM

ফোয়ানবির ডিরেক্টর অব কমিউনিকেশনস ক্রিস্টিয়ান শুলৎস জানান, গত সপ্তাহান্তে আমস্টার্ডামে এই ভাইরাসের সংস্পর্শে আসেন কায়েনবাগ। রোববার লেংবিয়ের বিপক্ষে ফেয়ানবির পরের ম্যাচে ছিলেন তিনি।

ম্যাচ শেষে সাবেক সতীর্থ কায়েনবাগের সঙ্গে দেখা করতে গিয়ে ‘করমর্দন করেন’ ডিফেন্ডার জোয়েল কাবোঙ্গো। এজন্য কাবোঙ্গোসহ দলটির সহকারী কোচ মার্তিন রেতভকে আলাদা করে রাখা হয়েছে। পৃথক করে রাখা হয়েছে লেংবিয়ের তিন খেলোয়াড়কেও।

শুলৎস জানান, ডেটা বিশ্লেষক, মনোবিজ্ঞানী এবং প্রধান নির্বাহী ওলে পালমাসহ তাদের নয়জন কর্মী পৃথক করে রাখা হয়েছে। এই ঘটনায় কায়েনবাগ ‘অনেক অনেক দুঃখ’ প্রকাশ করেছেন বলেও জানান শুলৎস।

এখন পর্যন্ত বিশ্বের ৮৮টি দেশে ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন।

এরই মাঝে রোগটির সংক্রমণ এড়াতে বিশ্বব্যাপী অনেক ক্রীড়া ইভেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে।