অলিম্পিকের জন্য এমবাপেকে ছাড়তে রাজি নয় পিএসজি

টোকিও অলিম্পিকে খেলার জন্য কিলিয়ান এমবাপেকে ছাড়তে না চাওয়ার কথা ফরাসি ফুটবল ফেডারেশনকে লিখিতভাবে জানিয়ে দিয়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 06:44 AM
Updated : 6 March 2020, 06:44 AM

আগামী জুনে মাঠে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। গতবার এই প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া ফ্রান্স এবারও লড়বে ২০০০ সালের পর মুকুট ফিরে পাওয়ার জন্য।  কোচ দিদিয়ের দেশমের পরিকল্পনায় ভালোভাবেই আছেন ২০১৮ বিশ্বকাপ জেতা এমবাপে।

আগামী ২৪ জুলাই জাপানের টোকিওতে বসবে অলিম্পিকের আসর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার সপ্তাহ ‍দুয়েকের মধ্যে শুরু হয়ে যাবে অলিম্পিক। দুটি প্রতিযোগিতার মাঝে বিশ্রামের সময় কম থাকায় এমবাপেকে অলিম্পিকের জন্য ছাড়তে পিএসজি রাজি নয় বলে প্রতিবেদন ছাপিয়েছে ইএসপিএন।

গত ডিসেম্বরে অলিম্পিকে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন এমবাপে। সেসময় অবশ্য পিএসজির চাওয়া, না চাওয়াটা গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছিলেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“অবশ্যই আমি অলিম্পিকে খেলতে চাই। কিন্তু আমার ক্লাব..কর্তৃপক্ষ..তারা যদি না চায়, তাহলে আমি তাদের সঙ্গে সংঘর্ষে যাব না।”