প্যারাগুয়েতে 'ভুয়া' পাসপোর্ট নিয়ে ঝামেলায় রোনালদিনিয়ো

পাসপোর্ট ইস্যুতে ঝামেলায় জড়িয়ে প্যারাগুয়েতে বিচারিক তদন্তের মুখোমুখি হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনালদিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 09:25 AM
Updated : 5 March 2020, 04:04 PM

একটি চ্যারিটি ইভেন্টে অংশ নিতে বুধবার দেশটিতে যান ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। রাজধানীর পাশে যে হোটেলে তিনি উঠেছেন, সেখানে কয়েকজন তদন্তকারী কর্মকর্তা গিয়ে তাদের কাছে ভুয়া ডকুমেন্টগুলো পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

রোনালদিনিয়ো ও তার ভাই হোটেলে থাকার অনুমতি পেলেও সেখানে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদেরকে প্রসিকিউটর অফিসে রিপোর্ট করতে বলা হয়। ইএসপিএনকে এমনটিই জানান প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্লিদস আচেভেদো।

“তাদের (রোনালদিনিয়ো ও তার ভাই) আটক করা হচ্ছে না, তারা এখনও বিচারিক তদন্তাধীন রয়েছেন এবং তাদের সাক্ষ্য দিতে হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদের আটক করা হবে কিনা।”

রোনালদিনিয়োর ভাইয়ের সাথে থাকা অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোনালদিনিয়ো ও তার ভাই তদন্তের কাজে সহযোগিতা করছেন বলেও জানান আচেভেদো। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওই ব্যাক্তি দ্বারা ‘প্রতারিত’ হয়েছেন বলে দাবি করেছেন রোনালদিনিয়োরা।