দলের হঠাৎ ছন্দপতনে চিন্তিত নন ক্লপ

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেছে লিভারপুল। শেষ চার ম্যাচে হার তিনটিতেই। সবশেষ মঙ্গলবার চেলসির কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। শেষ হয়েছে ‘ট্রেবল’ কিংবা ঘরোয়া ‘ডাবল’ জয়ের স্বপ্ন। তবে দলের হঠাৎ এই ছন্দপতন নিয়ে চিন্তিত নন লিভারপুল কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 11:37 AM
Updated : 4 March 2020, 11:37 AM

এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসির মাঠে ২-০ গোলে হারে লিভারপুল। এর তিন দিন আগে নিচের সারির দল ওয়াটফোর্ডের বিপক্ষে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে থামে অজেয় যাত্রা। এরও আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে গতবারের চ্যাম্পিয়নরা।

গত ডিসেম্বরে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া লিভারপুলের সামনে এখন বড় দুটি শিরোপার হাতছানি। ২২ পয়েন্টে এগিয়ে লিগ শিরোপার পথে অন্যদের ধরাছোঁয়ার প্রায় বাইরে রয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে দ্বিতীয় লেগে অন্তত দুই গোলের ব্যবধান রেখে জিততে হবে।

শেষ চার ম্যাচে তারা হজম করেছে আট গোলে। হেরেছে প্রতিপক্ষের মাঠে সবশেষ তিন ম্যাচে। তবে এসব নিয়ে উদ্বিগ্ন নন ক্লপ।

“দেখুন, লম্বা সময় ধরে আমরা সঠিক পথে ছিলাম কারণ আমরা রক্ষণে খুব ভালো করছিলাম। প্রতিপক্ষ দলগুলো সাধারণত আমাদের বিপক্ষে খুব বেশি সুযোগ পায় না।”

“আমাদের স্বীকার করতে হবে যে, সবশেষ তিন ম্যাচে আমরা অনেকগুলো গোল খেয়েছি, এটি সত্যি। ওয়াটফোর্ড ম্যাচের চেয়ে আজকেরটা পুরোপুরি আলাদা।… আমি দলের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত নই।”