স্টারিজের নিষেধাজ্ঞা আরও বাড়ল

জুয়া খেলার নিয়ম ভাঙ্গায় চার মাসের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলে তার শাস্তির সঙ্গে জরিমানাও বেড়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 10:49 AM
Updated : 3 March 2020, 10:49 AM

২০১৮ সালে জানুয়ারির দলবদলে সম্ভব্য সেভিয়ায় যোগ দেওয়া সংক্রান্ত গোপনীয় কিছু তথ্য নিজের ভাইকে দিয়েছিলেন স্টারিজ। এজন্য স্বাধীন নিয়ন্ত্রণ কমিশন গত জুনে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞার পাশাপাশি ৭৫ হাজার পাউন্ড জরিমানা করে।

প্রাথমিক এই শাস্তির বিরুদ্ধে ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএ-এর আপিলের প্রেক্ষিতে আরও বড় শাস্তি পেলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। জরিমানার পরিমাণও বেড়ে হয়েছে দ্বিগুণ। এ কারণে স্টারিজের সঙ্গে গত সোমবার চুক্তি বাতিল করে তার বর্তমান ক্লাব ত্রাবজোনস্পোর।

আগামী ১৭ জুনের পর আবারও ফুটবলে ফিরতে পারবেন ইংল্যান্ডের হয়ে সবশেষ ২০১৭ সালের অক্টোবরে খেলা স্টারিজ।

গত বছর লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে ১৬ ম্যাচে সাত গোল করেন তিনি।