জয়ে ফিরল চট্টগ্রাম আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020 08:46 PM BdST Updated: 02 Mar 2020 08:46 PM BdST
-
ফাইল ছবি
জয় দিয়ে লিগ শুরুর পর পথ হারাল চট্টগ্রাম আবাহনী। একটি করে হার ও ড্রয়ের হতাশা বন্দরনগরীর দলটি কাটিয়ে উঠল শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সোমবার ২-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট তাদের।
ম্যাচের অষ্টাদশ মিনিটে এগিয়ে যায় বন্দরনগরীর দলটি। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে রাকিব হোসেন খানিকটা এগিয়ে বাড়ান নিক্সন গাইহেরমেকে। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রসের পর ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন মানাফ রাব্বী। চট্টগ্রাম আবাহনীরও জয়ে ফেরা নিশ্চিত হয়ে যায়।
এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরিফ হোসেনের ৪৮তম মিনিটের গোলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এগিয়ে যায় উত্তর বারিধারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কিংসলে চিগোজির গোলে সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।
দিনের অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দুই জয়ে ৬ পয়েন্ট ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নদের।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল