সিটির হয়ে ট্রেবল জয়ের আশা স্টারলিংয়ের

লিগের আশা বলতে গেলে শেষ। তবে এরই মধ্যে লিগ কাপ জিতেছে দল। সুযোগ আছে এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগেও। সেদিকেই মনোযোগ ম্যানচেস্টার সিটির। দলের হয়ে ট্রেবল জয়ের এই লক্ষ্যের কথা জানিয়েছেন সিটির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টারলিং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 02:04 PM
Updated : 2 March 2020, 02:09 PM

ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের হ্যাটট্রিক শিরোপা জেতে পেপ গুয়ার্দিওলার দল।

আগের দিন প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের মাঠে ৩-০ গোলে হেরে যায় লিভারপুল। এরপরও শীর্ষে থাকা ইয়ুর্গেন ক্লপের দলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি।

তবে এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ভালোভাবেই আছে প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়নরা।

এফএ কাপের পঞ্চম রাউন্ডে বুধবার তাদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েন্সডে। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে পাওয়া ২-১ গোলের জয়ে সুবিধাজনক অবস্থায় আছে সিটি।

রোববার শিরোপা জয়ের পর মৌসুমের এই দুটি ট্রফিও ক্লাবের কেবিনেটে সাজিয়ে রাখার ইচ্ছার কথা স্কাই স্পোর্টসকে জানান স্টারলিং।

“লিগ কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত আমরা একটা শিরোপা জিতেছি এবং এখনও আমরা আরও দুটি শিরোপা দৌড়ে আছি। তাই আমরা পুরোপুরি মনোযোগ ধরে রাখছি এবং কাজটা করতে আমরা প্রস্তুত।”