আরামবাগকে উড়িয়ে দিল শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020 05:46 PM BdST Updated: 02 Mar 2020 06:51 PM BdST
ম্যাচজুড়ে আধিপত্য করলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফরোয়ার্ডরা। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে যেন উড়ে গেল আরমবাগ ক্রীড়া সংঘ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৪-১ গোলে জেতে শেখ জামাল। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট লিগের ২০১৪-১৫ আসরের চ্যাম্পিয়নদের।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা শেখ জামাল দুটি সুযোগ নষ্টের পর ২১তম মিনিটে এগিয়ে যায়। ডান দিক থেকে জাহিদের ক্রসে বাল্লো ফামুসার হেড জাল খুঁজে নেয়।
৩৫তম মিনিটে বাঁ দিক থেকে মোস্তফা মাহমুদের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় আরামবাগকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে।
দুই বিদেশির দারুণ বোঝাপড়ায় প্রথমার্ধের শেষ দিকে ফের এগিয়ে যায় আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে আসা শেখ জামাল। গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংসের লবে ফামুসার ভলিতে পরাস্ত হন গোলরক্ষক।
৫১তম মিনিটে সলোমন কিংয়ের স্পট কিক ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক রাকিবুল হোসেন শাওন। পাঁচ মিনিট পর নিরার ক্রসে নিচু হেডে লক্ষ্যভেদ করেন কিংস; পেনাল্টি নষ্টের ক্ষতেও দেন প্রলেপ।
শেষ জামালের বড় জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ৭৫তম মিনিটে। কর্নারের পর ডি-বক্সের জটলার ভেতর থেকে গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর জোবের লক্ষ্যভেদ করেন। বাকিটা সময় ঘুরে দাঁড়াতে ব্যর্থ হওয়া আরামবাগ লিগে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে।
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
-
সেরি আয় প্রথম নারী রেফারি
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম