আরামবাগকে উড়িয়ে দিল শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020 05:46 PM BdST Updated: 02 Mar 2020 06:51 PM BdST
ম্যাচজুড়ে আধিপত্য করলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফরোয়ার্ডরা। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে যেন উড়ে গেল আরমবাগ ক্রীড়া সংঘ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৪-১ গোলে জেতে শেখ জামাল। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট লিগের ২০১৪-১৫ আসরের চ্যাম্পিয়নদের।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা শেখ জামাল দুটি সুযোগ নষ্টের পর ২১তম মিনিটে এগিয়ে যায়। ডান দিক থেকে জাহিদের ক্রসে বাল্লো ফামুসার হেড জাল খুঁজে নেয়।
৩৫তম মিনিটে বাঁ দিক থেকে মোস্তফা মাহমুদের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় আরামবাগকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে।
দুই বিদেশির দারুণ বোঝাপড়ায় প্রথমার্ধের শেষ দিকে ফের এগিয়ে যায় আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে আসা শেখ জামাল। গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংসের লবে ফামুসার ভলিতে পরাস্ত হন গোলরক্ষক।
৫১তম মিনিটে সলোমন কিংয়ের স্পট কিক ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক রাকিবুল হোসেন শাওন। পাঁচ মিনিট পর নিরার ক্রসে নিচু হেডে লক্ষ্যভেদ করেন কিংস; পেনাল্টি নষ্টের ক্ষতেও দেন প্রলেপ।
শেষ জামালের বড় জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ৭৫তম মিনিটে। কর্নারের পর ডি-বক্সের জটলার ভেতর থেকে গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর জোবের লক্ষ্যভেদ করেন। বাকিটা সময় ঘুরে দাঁড়াতে ব্যর্থ হওয়া আরামবাগ লিগে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়