শিরোপা নিষ্পত্তি হয়ে যায়নি: বার্সেলোনা কোচ

লা লিগার শিরোপা নিষ্পত্তি নিয়ে ক্লাসিকোর আগে-পরে একই অবস্থানে আছেন কিকে সেতিয়েন। রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনা কোচ বললেন-লিগ শিরোপা নিষ্পত্তি হয়ে যায়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 05:49 AM
Updated : 2 March 2020, 10:15 AM

ভিনিসিউস জুনিয়র ও মারিয়ানো দিয়াসের গোলে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের কাছে রোববার রাতে ২-০ গোলে হারে বার্সেলোনা।

ক্লাসিকোতে জিতে ২৬ ম্যাচে ১৬ জয় ও আট ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। লিগে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে।

লিগের এখনও ১২ ম্যাচ বাকি। তবে অনেকের দৃষ্টিই ছিল ক্লাসিকোতে আটকে। তাদের বিশ্বাস ছিল, এ ম্যাচের ফল নির্ধারণ করে দিবে লিগের ভাগ্য। কিন্তু ম্যাচের আগের মতো পরেও সেতিয়েনের তা মনে হচ্ছে না।

“এই ফল হতাশাজনক কিন্তু শিরোপাকে চ্যালেঞ্জ জানানোর লড়াই এখনও শেষ হয়ে যায়নি। এখনও অনেক পথ যাওয়ার বাকি আছে।”

সতীর্থদের নষ্ট করা সুযোগ নিয়ে হতাশা জানানো বার্সেলোনার মিডফিল্ডার সের্হিও বুসকেতস কোচের সুরে সুর মিলিয়েছেন শিরোপা নিষ্পত্তির প্রসঙ্গে।

“এখনও অনেক পথ বাকি এবং আমাদের ইতিবাচক বিষয়গুলো এবং প্রথমার্ধে আমরা কতটা ভালো খেলেছিলাম, সেটা মনে রাখতে হবে।”