‘রিয়ালের চাপে পথ খুঁজে পাইনি আমরা’

প্রথমার্ধে গোল মেলেনি। তবে লড়াই হয়েছে জমজমাট। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারালো বার্সেলোনা। দলটির কোচ জানালেন দ্বিতীয়ার্ধের খেলায় খুশি নন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 05:38 AM
Updated : 2 March 2020, 08:33 AM

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে হারা বার্সেলোনা শীর্ষস্থান থেকে ছিটকে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

লিওনেল মেসি, অঁতোয়ান গ্রিজমান ম্যাচ জুড়ে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও বার্সেলোনাকে গোল এনে দিতে পারেননি। উল্টো ৭২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে পিছিয়ে পড়ে দলটি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ে মারিয়ানো দিয়াসের গোলে।

ফরোয়ার্ডদের ব্যর্থতায় চার দশকের বেশি সময় পর টানা দুটি ক্লাসিকোয় গোল করতে ব্যর্থ হলো বার্সেলোনা।

শুরু থেকে উপরে উঠে খেলতে থাকা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার রক্ষণে চাপ ধরে রাখে। সেতিয়েন স্বীকার করে নিলেন চাপ সামলে বেরিয়ে আসার পথ খুঁজে পায়নি তার দল।

“আমরা প্রথমার্ধে ভালো খেলেছি কিন্তু দ্বিতীয়ার্ধে ভালো খেলিনি। মাঠের ওপরের দিকে উঠে রিয়াল আমাদের চাপ দিয়েছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে আমাদের সংগ্রাম করতে হয়েছে।”

 “আমি খুব দ্রুত বল মুভ করতে চেয়েছিলাম কিন্তু রিয়াল আমাদের সে সুযোগ দেয়নি।”

লিগে টানা চার জয়ের পর হারের তেতো স্বাদ পেলো সেতিয়েনের দল। আর ক্লাসিকোয় সাত ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হারল বার্সেলোনা।