আবার পয়েন্ট হারাল ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2020 10:04 PM BdST Updated: 01 Mar 2020 10:04 PM BdST
দাভিদ দে হেয়ার ভুলে এভারটন এগিয়ে গেল শুরুতেই। প্রথমার্ধেই গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরালেন ব্রুনো ফের্নান্দেস। বাকি সময়ে হলো না আর কোনো গোল।
এভারটনের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়। গত ডিসেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় ইউনাইটেডের মাঠেও ম্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়।
ইউরোপা লিগে ক্লাব ব্রুজকে ৫-০ গোলে হারানো দল থেকে পাঁচটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার। একাদশে ফেরা গোলরক্ষক দে হেয়ার মারাত্মক ভুলে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে সফরকারীরা।
নিজেদের ডি-বক্সের সামনে থেকে দে হেয়াকে ব্যাক-পাস দিয়েছিলেন হ্যারি ম্যাগুইয়ার। বল নিয়ন্ত্রণে রেখে কিছুটা দেরিতে শট নেন গোলরক্ষক। খুব কাছে এসে পা বাড়িয়ে দেন এভারটনের ডমিনিক ক্যালভার্ট-লেউইন। তার পায়ে লেগে বল আশ্রয় খুঁজে নেয় ফাঁকা জালে।
সপ্তম মিনিটে নেমানিয়া মাতিচের বাঁ পায়ের শট পোস্টে লাগলে সমতায় ফেরা হয়নি ইউনাইটেডের। দশম মিনিটে অঁতনি মার্সিয়ালের শট, একটু পর মাতিচের আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়।

বিরতির পর ৫৮তম মিনিটে ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি এভারটনের। গিলফি সিগুর্দসনের ফ্রি-কিক ফিরে আসে পোস্টে লেগে।
শেষ দিকে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফের্নান্দেসের শট ফিরিয়ে দেন পিকফোর্ড।
তিন মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিল এভারটন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফ সাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।
২৮ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ জয় ও ৭ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে এভারটন।
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
-
২০২৩ সালের জুনের পর আর নয়: বুফ্ফন
-
বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
-
জয়ে ফিরল ইউভেন্তুস
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- জয়ে ফিরল ইউভেন্তুস
- এইচ টি ইমাম আর নেই
- পপ শিল্পী জানে আলম আর নেই