কষ্টে জয়ে ফিরল আবাহনী

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারাতে ঘাম ছুটে গেছে আবাহনী লিমিটেডের। নাবীব নেওয়াজ জীবনের একমাত্র গোলে জিতেছে মারিও লেমোসের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 02:38 PM
Updated : 1 March 2020, 02:38 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জিতেছে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা আবাহনী। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নদের।

শুরু থেকে রহমতগঞ্জের রক্ষণে চাপ দিতে থাকে আবাহনী। পঞ্চম মিনিটে কেরভেন্স ফিলস বেলফোর্ট গোলরক্ষক বরাবর শট নেন। ত্রয়োদশ মিনিটে জীবনের ২৫ গজ দূর থেকে নেওয়া শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।

দ্বিতীয়ার্ধের শুরুতে এডগার বের্নহার্টের শট লিটন ফেরালে গোলের অপেক্ষা বাড়ে আবাহনীর। ৫৫তম মিনিটে এগিয়ে যায় তারা। মামুনুল ইসলামের ফ্রি কিকে বেলফোর্ট মাথা ছোঁয়ানোর পর জীবন হেডে জাল খুঁজে নেন। রহমতগঞ্জের খেলোয়াড়দের অফসাইডের দাবিতে সাড়া দেননি রেফারি।

৬৭তম মিনিটে সাদউদ্দিনের বাড়ানো বল চিজোবা নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক বরাবর মেরে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন। আট মিনিট পর গিনির ফরোয়ার্ড ইউনুসা কামারার হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে সমতায় ফেরার সেরা সুযোগটি নষ্ট হয় রহমতগঞ্জের।

শেষ দিকে ব্যবধান বাড়াতে আবাহনী মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পায়নি। ৭৯তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বেলফোর্ট ব্যর্থ হন জাল খুঁজে নিতে।

তিন ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ১।