এক হারে দুই অর্জন হাতছাড়া লিভারপুলের

দারুণ দুই অর্জনের হাতছানি ছিল। কিন্তু নিষ্প্রাণ ফুটবল খেলে সেই সম্ভাবনাকে পূর্ণতা দিতে পারল না লিভারপুল। ওয়াটফোর্ডের মাঠে হেরে দুটি অর্জনই হাতছাড়া হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 07:39 PM
Updated : 29 Feb 2020, 07:39 PM

অবনমন অঞ্চলে থাকা ওয়াটফোর্ডের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি তিনটি গোলই হজম করে দ্বিতীয়ার্ধে।

আগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির ২০১৭ সালে গড়া লিগে টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁয়েছিল লিভারপুল। ওয়াটফোর্ডের মাঠে জিতে রেকর্ডটি একার করে নেওয়ার সুযোগ ছিল ‘অলরেড’ খ্যাত দলটির সামনে।

এ ম্যাচ জিতলে আরেকটি রেকর্ডও স্পর্শ করতে পারত লিভারপুল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসেবে ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত বায়ার্ন মিউনিখের টানা ১৯ ম্যাচে জয়ের রেকর্ড ছুঁতে পারত তারা।

চলতি লিগে অপরাজিত থাকার আনন্দও শেষ হলো লিভারপুলের। ২৮তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পাওয়া দলটি ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।