লিঁওর মাঠে হার মনে আছে রোনালদোর

চ্যাম্পিয়ন্স লিগে লিঁওর মাঠে হার এখনও ভুলতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। ফ্রান্সের দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে সে হতাশা ভুলতে আত্মবিশ্বাসী এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 08:27 AM
Updated : 29 Feb 2020, 08:27 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত বুধবার রাতে লিঁওর মাঠে ১-০ গোলে হারে ইউভেন্তুস। আগামী ১৭ মার্চ ফিরতি লেগের ম্যাচটি হবে রোনালদোদের আঙিনায়।

সেরি আয় আগামী রোববার ইন্টার মিলানের মুখোমুখি হবে ইউভেন্তুস। রোনালদোও মুখিয়ে আছেন ‘ডার্বি দি ইতালিয়া’য় আলো ছড়াতে। তবে লিঁওর মাঠের হারের হতাশা মনে রেখেছেন ঠিকই।

“এগুলো হয় (লিঁওর মাঠে হার)…এটাই ফুটবল। হেরে আমরা খুশি নই কিন্তু হার স্বাভাবিক বিষয়। চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচ কঠিন। আমরা হতাশ কিন্তু নিজেদের মাঠে দ্বিতীয় লেগের খেলা আছে এবং আমরা (জিততে) আত্মবিশ্বাসী।”

“আমরা দ্বিতীয় লেগে ফল বদলে দিতে পারি এবং পরের ধাপে যেতে পারি। তবে এখন আমরা প্রাধান্য দিচ্ছি ইন্টারের বিপক্ষে জেতা এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা পরে আসবে।”