ফ্রেদের গোল নিয়ে ইউনাইটেড কোচের রসিকতা

একের পর এক ম্যাচ খেলছিলেন। গোলের দেখা পাচ্ছিলেন না কিছুতেই। ক্লাব ব্রুজের বিপক্ষে দুই গোল করে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দীর্ঘ খরা কাটালেন ফ্রেদ। ইংলিশ ক্লাবটির কোচ উলে গুনার সুলশার মজা করলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোল নিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 10:07 AM
Updated : 28 Feb 2020, 10:07 AM

২০১৮ সালের জুনে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে ওল্ড ট্র্যাফোর্ডে নাম লেখান ফ্রেদ। ওই বছরের সেপ্টেম্বরে নিজের প্রথম গোল করেন উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। ইউনাইটেডের ৫০০তম খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তিও গড়েন তিনি।

ক্লাবের হয়ে ফ্রেদ তার পরের গোল পেলেন প্রায় দেড় বছর পর! ঘরের মাঠে বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ বত্রিশের ফিরতি লেগে ক্লাব ব্রুজকে ৫-০ ব্যবধানে হারানো ম্যাচের শেষ দুটি গোল করেন ফ্রেদ। সতীর্থের একটি গোলে অবদানও রাখেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ৬০ ম্যাচে ফ্রেদের গোল হলো ৩টি। ম্যাচ শেষে শিষ্যের গোল পাওয়া নিয়ে রসিকতা করেন কোচ।

“সে পরের গোল করার সময় আমি বেঁচে থাকব কি না, তা নিশ্চিত ছিলাম না।”

 “এটা অবশ্যই আমাদের মধ্যে চলা রসিকতার অংশ। কিন্ত সে গোল পেয়েছে। আমি তাকে নিয়ে খুব খুশি।”