হারের জন্য নিজেদের দুষলেন ইউভেন্তুস কোচ

আক্রমণে ছিল না চেনা ধার, পাসিংটাও ঠিকমত হয়নি। পুরো ম্যাচে লক্ষ্যে ছিল না ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের কোনো শট। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাকেই চ্যাম্পিয়ন্স লিগে লিঁওর মাঠে হারের কারণ বলে মনে করেন ইউভেন্তুসের কোচ মাওরিসিও সাররি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 11:47 AM
Updated : 27 Feb 2020, 11:47 AM

শেষ ষোলোর প্রথম লেগে বুধবার ১-০ গোলে হারে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

৮৭তম মিনিটে একবার বল জালে পাঠিয়েছিলেন দিবালা। তবে তিনি ছিলেন অফ সাইডে। ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে নিজেদের ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে উল্লেখ করেন সাররি।

“আমাদের খেলায় তীব্রতার অভাব ছিল। আর দুর্ভাগ্যজনকভাবে গোলের সময়টায় আমরা সাময়িকভাবে ১০ জনের দল ছিলাম।”

“বল পায়ে আমরা যথেষ্ট দ্রুতগতি সম্পন্ন ছিলাম না। তার উপর বেশির ভাগ সময়েই আমরা ঠিক পজিশনেও ছিলাম না। দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করলাম এবং আগের চেয়ে দ্রুত গতির ফুটবল খেললাম।”

আগামী ১৭ মার্চ ফিরতি লেগে ইউভেন্তুস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।