রিয়ালকে হারানোর পেছনের গল্পটা বললেন গুয়ার্দিওলা

১০ দিন হাতে তেমন কাজ ছিল না। সময়টা কাজে লাগান রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখে। সেখান থেকেই বুঝতে পারেন সান্তিয়াগো বের্নাবেউয়ে কৌশল কী হবে। কাজে এলো সেই কৌশল। রিয়ালের মাঠে জেতার পর পেছনের গল্পটা জানালেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 11:26 AM
Updated : 27 Feb 2020, 11:27 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে জেতে সিটি। ইসকোর গোলে পিছিয়ে পড়ার পর গাব্রিয়েল জেসুস ও কেভিন ডে ব্রুইনের লক্ষ্যভেদে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথমবারের মতো রিয়ালকে হারায় গুয়ার্দিওলার দল।

“আমাদের দশ দিন ছুটি ছিল। ওই দিনগুলোয় আমি রিয়ালের বেশিরভাগ খেলাই দেখেছি। তাদের রক্ষণাত্মক খেলা ছিল আলাদা। এই কারণে পরিবর্তন আনি। আক্রমণ করার মত জায়গা সেখানে ছিল। তবে আমি কোচ হওয়ার পর কখনও রক্ষণাত্মক খেলিনি।”

প্রতিপক্ষের মাঠে জিতে কাজ শেষ হয়েছে এমনটা মনে করছেন না গুয়ার্দিওলা। জানালেন, সিটির মাঠে রিয়ালের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।

“আমরা কি করেছি সেটা জিদান দেখবে এবং দ্বিতীয় লেগটা হবে আলাদা। আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে ও ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে।”

আগামী ১৭ মার্চ ফিরতি লেগে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।