হিসাব শেষ হয়ে যায়নি: কাসেমিরো

নিজেদের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরেছে রিয়াল মাদ্রিদ। শঙ্কায় পড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠাও। তবে দলটির মিডফিল্ডার কাসেমিরো এখনই শেষ দেখছেন না। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 06:35 AM
Updated : 27 Feb 2020, 06:35 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হারে রিয়াল। ইসকো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দুই গোল হজম করে প্রতিযোগিতার সফলতম দলটি।

আগামী ১৭ মার্চ ফিরতি লেগে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলবে রিয়াল। কাসেমিরোর বিশ্বাস তাদের পক্ষেই সব বাধা পেরুনো সম্ভব।

“এই হারে হিসাব শেষ হয়ে যায়নি। দারুণ একটা দলের বিপক্ষে আমরা ৭৫ মিনিট দেখার মতো খেলেছি।”

“পরের ১৫ মিনিটে আমাদের যেটা করা উচিত ছিল, সেটা করতে পারিনি। এ কারণেই তারা ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের এগিয়ে যাওয়াটা পণ্ড করে দিয়েছে। এখন আমাদের সামনে অনেক কাজ আছে।”

“যদি কোনো দল দ্বিতীয় লেগে এই ঘাটতি পুষিয়ে নিতে পারে, সেটা রিয়াল মাদ্রিদ।”