১০ মিনিটের আক্ষেপ জিদানের

ইসকোর গোলে এগিয়ে যাওয়ার আনন্দ মাটি হয়ে গেলো মুহূর্তেই। শেষ দিকে দুই গোল হজম করে নিজেদের মাঠে হারল রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদানের কণ্ঠেও ঝরল শেষ দিকে মনোযোগ হারানোর আক্ষেপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 05:46 AM
Updated : 27 Feb 2020, 05:46 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে হারে রিয়াল। ইউরোপীয় প্রতিযোগিতায় সিটির কাছে এই প্রথম হারল লা লিগার দলটি।

শেষ দিকে মনোযোগ হারানোর চড়া মাশুল দিতে হয়েছে বলে মনে করেন জিদান। ফিরতি লেগে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জয়ের আশাবাদও জানান রিয়াল কোচ।

“আমি খুশি নই। আমরা ভালো খেলেছি এবং শেষ দশ মিনিটে আমরা বদলে গেলাম। ভুল করলাম, যেটা আমাদেরকে ভুগিয়েছে। আমাদের পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখার প্রয়োজন ছিল-বিশেষ করে সিটির মতো দলের বিপক্ষে।”

“আমরা জানি, দুই লেগের পরের অংশ বাকি রয়েছে। এবং এটা খুবই সাধারণ হিসেব, আমাদেরকে সিটিতে যেতে হবে এবং জিততে হবে।”

আগামী ১৭ মার্চে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।