টেনিসকে বিদায় জানালেন শারাপোভা

চোটের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন মারিয়া শারাপোভা। টেনিসকে বিদায় বলে দিলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 02:09 PM
Updated : 26 Feb 2020, 05:34 PM

ভোগ ও ভ্যানিটি ফেয়ারে লেখা নিবন্ধে ৩২ বছর বয়সী এই রাশিয়ান খেলোয়াড় জানান, কাঁধের চোটের জন্যই ছাড়তে হলো প্রিয় টেনিস।

১৭ বছর বয়সে উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে সাড়া ফেলে দিয়েছিলেন শারাপোভা। ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে পূরণ করেন ক্যারিয়ার স্লাম- অর্থাৎ চার গ্র্যান্ড স্ল্যাম জয়ের চক্র।

পরে ক্যারিয়ারে এসেছে বাজে সময়। ডোপ পরীক্ষায় দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়ায় ২০১৬ সালে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন। ২০১৭ সালে ফেরেন নিষেধাজ্ঞা কাটিয়ে। তবে একের পর এক চোটে আর ফিরতে পারেননি ছন্দে।

এর প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়ে, নেমে যান ৩৭৩ নম্বরে, ২০০২ সালের অগাস্টের পর যা সর্বনিম্ন। সবশেষ তিন গ্র্যান্ড স্ল্যামে বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই।

বিদায়ী বার্তায় শারাপোভা বলেছেন, “আমি এটায় নতুন, তাই আমাকে ক্ষমা করবেন। টেনিস- আমি বিদায় জানাচ্ছি।”

গত ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের কাছে ৬-১, ৬-১ গেমে হেরে যাওয়ার পর বিদায়ের ধ্বনি শুনতে পেয়েছিলেন বলে জানান শারাপোভা।