'নির্মম শিক্ষা' পেয়েছেন ল্যাম্পার্ড

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে বড় হারের পর কঠিন বাস্তবতাকে মেনে নিচ্ছেন চেলসির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিতে ফিরতি দেখায় প্রতিপক্ষের মাঠে বিশেষ কিছুই করতে হবে বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 12:10 PM
Updated : 26 Feb 2020, 03:40 PM

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার প্রথম লেগে ৩-০ গোলে হারে চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন সের্গি জিনাব্রি। জার্মান চ্যাম্পিয়নদের অন্য গোলটি দারুণ ছন্দে থাকা রবের্ত লেভানদোভস্কির।

১০ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগ। সেই ম্যাচে শিষ্যদের সাহসী ফুটবল খেলার আহবান জানান ল্যাম্পার্ড।

“মিউনিখে যেতে হবে এবং আমরা কী করতে পারি তা দেখতে আমাদের মাথা উঁচু করে খেলতে হবে।”

“আমাদের অনেক কাজ করতে হবে মঙ্গলবার সেটা পরিষ্কার দেখিয়ে দিল।”

“এটা একদম পরিষ্কার যে দ্বিতীয় লেগের আগে আমরা খুব বাজে অবস্থায় আছি। তাই আমরা কী করতে পারি তা দেখাতে আমাদের দৃঢ়তার পরিচয় দিতে হবে।”

২০১২ সালে খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্নকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ল্যাম্পার্ড। ইউরোপ সেরার মঞ্চে জিততে কী মানের ফুটবল খেলা প্রয়োজন বায়ার্নের বিপক্ষে হারের পর খেলোয়াড়রা তা বুঝতে পেরেছেন বলে মনে করেন তিনি।

“বায়ার্ন মিউনিখ দুর্দান্ত ফুটবল খেলল। তারা সত্যি শক্তিশালী একটা দল। আমি তাদের নিয়ে সতর্ক ছিলাম।”

“আমাদের নির্মম একটা শিক্ষা হলো। আমাদের কী মানের ফুটবল খেলতে হবে সেই বাস্তবতাটা খেলোয়াড়রা বুঝতে পারল। এটাই চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল।”