সারা রাত খেলেও গোল পেত না বার্সা, কিন্তু…

ছোট্ট একটি ভুলের কারণে খেতে হয়েছে গোল। ওই ভুলটুকু না হলে সারা রাত খেললেও বার্সেলোনা গোল পেত না বলে দাবি নাপোলি কোচ জেন্নারো গাত্তুসোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 11:40 AM
Updated : 26 Feb 2020, 03:48 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে নিজেদের মাঠে বার্সেলোনার সঙ্গে ১-১ ড্র করে নাপোলি।

শুরুতে এগিয়ে যাওয়ার পর পয়েন্ট ভাগাভাগি করায় হতাশ গাত্তুসো।

“বলতে গেলে তারা গোলে একটা শটও রাখতে পারেনি—তারা সারা রাত খেলতে পারত কিন্তু গোল পেতো না। একটা ভুলের কারণে আমরা গোল হজম করেছি।”

“এই ফলে আমরা একটু হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। একটা ভুলের জন্য আমাদের অনেক শাস্তি পেতে হলো কিন্তু দলের খেলা নিয়ে আমি খুশি।”

কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে কাম্প নউয়ে ফিরতি লেগে ২-২ ড্র বা জয় লাগবে নাপোলির। প্রতিপক্ষের মাঠে এ সমীকরণ মেলানো সহজ নয়। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ের পণ গাত্তুসোর।

“আমাদের গল্পটা শেষ হয়ে গেছে, মানুষের এই ভাবনাটা আমাদের জন্য মন্দ নয়। আমরা শেষ পর্যন্ত লড়াই করব।”

“আমাদের দায়িত্ব কাম্প নউয়ে ফিরতি লেগে কোয়ালিফাই করার জন্য খেলা। নাপোলির অনেক শক্তিশালী খেলোয়াড় আছে; বার্সেলোনার কিছু বেশি আছে। কিন্তু যদি আমরা মনোযোগসহ খেলতে পারি, তাহলে আমরাও সুযোগ পাব।”