লিভারপুলের হাতে শিরোপা দেখতে চান না পগবা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020 10:12 PM BdST Updated: 25 Feb 2020 10:12 PM BdST
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের দ্বন্দ্বটা ঐতিহাসিক। সেই বৈরিতার কারণেই ইয়ুর্গেন ক্লপের দল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতুক চাইছেন না ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা।
দুর্বার গতিতে ছুটে চলা লিভারপুল সোমবার ৩-২ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে পৌঁছে গেছে শিরোপার আরও কাছে। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯। বাকি ১১ ম্যাচের চারটিতে জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা উঠবে তাদের হাতে।
মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে চলা লিভারপুলের শিরোপা জয় সময়ের ব্যাপার বলে মনে করেন পগবা।
“লিগে এই মৌসুমে এখন পর্যন্ত তারা কোনো ম্যাচ হারেনি। এরই মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপায় তারা এক হাত দিয়ে রেখেছে।”
“ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে এবং তাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতার কথা বিবেচনায় নিলে, আমরা চাই না যে তারা শিরোপা জিতুক। আমাদের বাইরে আর কেউ শিরোপা জিতুক তা আমরা চাই না।”
পগবা অবশ্য মানছেন, লিভারপুল যে মানের ফুটবল খেলছে তাতে আজ যে অবস্থানে তারা আছে সেটা তাদের প্রাপ্য।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)