‘মারাদোনার চেয়ে এগিয়ে মেসি’

আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি দিয়েগো মারাদোনা। এই বিতর্কে এবার যোগ দিলেন জেরার্দ পিকে। লম্বা সময় ধরে বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখায় বার্সেলোনা সতীর্থকেই এগিয়ে রাখছেন স্প্যানিশ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 10:36 AM
Updated : 25 Feb 2020, 10:36 AM

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার নাপোলির মাঠে খেলবে বার্সেলোনা।
 
নাপোলির ইতিহাসে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় মারাদোনাকে। তার সময়ে দুই বার সেরি আ শিরোপা ঘরে তোলে ইতালির ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান সংস্করণে এর আগে কখনোই নাপোলির মুখোমুখি হয়নি বার্সেলোনা। তাই মারাদোনার স্মৃতি বিজড়িত নাপোলির মাঠে খেলাও হয়নি মেসির।
 
ম্যাচের আগে তাই আবারও আলোচলায় মারাদোনা ও মেসি। তাতে বিশ্বকাপজয়ী মারাদোনার চেয়ে রেকর্ড ছয়বারের বর্ষসেরা মেসিকে এগিয়ে রাখলেন পিকে।
 
“এরই মধ্যে মারাদোনাকে নিয়ে সবকিছুই বলা হয়েছে। তিনি একজন অনন্য খেলোয়াড়; ফুটবলকে অনেক কিছু দিয়েছেন। তিনি নাপোলি ও বার্সেলোনা দুই জায়গাতেই খেলেছেন।”
 
“চিরদিন তার কথা মানুষ মনে রাখবে। এরপরও যদি আমাকে বলেন, মারাদোনা ও লিওর মধ্যে তুলনা করতে, আমি মেসির ধারাবাহিকতাকেই বেছে নেব। এত বছর ধরে সে তার অসামান্য নৈপুণ্য দেখিয়ে চলেছে।”