অপ্রতিরোধ্য পথচলায় রেকর্ড ছুঁলো লিভারপুল

প্রিমিয়ার লিগ শিরোপার পথে দুর্বার গতিতে ছুটে চলা লিভারপুল স্পর্শ করল দারুণ এক রেকর্ড। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিতে তারা স্পর্শ করল ম্যানচেস্টার সিটিকে। দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের সামনে হাতছানি এখন পরের ম্যাচ জিতে রেকর্ডটি শুধু নিজেদের করে নেওয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 04:19 AM
Updated : 25 Feb 2020, 06:20 AM

নিজেদের মাঠ অ্যানফিল্ডে সোমবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় লিভারপুল। তিন গোলদাতা জর্জিনিয়ো ভিনালডাম, মোহামেদ সালাহ ও সাদি মানে।

চলতি লিগে এ নিয়ে ২৬ জয় পেল ইয়ুর্গেন ক্লপের দল। সবশেষ ১৮ ম্যাচেই জয় এলো টানা। ২০১৭ সালে ম্যানচেস্টার সিটি রেকর্ড গড়েছিল টানা ১৮ ম্যাচ জিতে।

লিগে নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ওয়াটফোর্ডের মাঠে খেলতে যাবে লিভারপুল। ওই ম্যাচ জিতলে টানা জয়ের রেকর্ড নতুন উচ্চতায় নেবে তারা, পাশাপাশি এগিয়ে যাবে শিরোপার আরও কাছে।

ওয়েস্ট হ্যাম ম্যাচে জয়ের পর ২৬ জয় ও এক ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। বাকি ১১ ম্যাচের চারটিতে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা উঠবে  ‘অল রেড’ নামে পরিচিত দলটির হাতে।