‘রিয়াল দুর্দান্ত, কিন্তু সিটিতেই সুখে আছি’

ইউরোপিয়ান ফুটবলে ম্যানচেস্টার সিটি নিষিদ্ধ হওয়ার খবর প্রকাশের পর থেকে গুঞ্জন, ক্লাব ছাড়তে পারেন রাহিম স্টার্লিং। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের নাম। স্প্যানিশ ক্লাবটির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশ ভালো আছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 11:13 AM
Updated : 21 Feb 2020, 11:13 AM

ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় সিটিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় আগামী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। পাশাপাশি আড়াই কোটি ইউরো জরিমানা করা হয় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ অবশ্য আছে তাদের।

স্প্যানিশ পত্রিকা এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ালকে চমৎকার এক ক্লাব বলে মন্তব্য করেন স্টার্লিং।

“এই মুহূর্তে আমি সিটিতে আছি। আর এখানে সত্যি ভালো আছি। রিয়াল মাদ্রিদ দুর্দান্ত একটা ক্লাব।”

“কিন্তু সিটির সঙ্গে এখন আমার একটা চুক্তি আছে। আর সেটাকে আমার সম্মান জানাতে হবে। তবে রিয়াল সত্যি দারুণ একটা ক্লাব।”

আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে রিয়ালের মুখোমুখি হবে সিটি।